আন্তর্জাতিক

গুলিতে ঝাঁঝরা মিশরীয় জেনারেল

ঢাকা, ২২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

কায়রোর উপকণ্ঠে নিজ বাড়ির সামনেই সন্ত্রাসীদের গুলিতে এক মিশরীয় জেনারেল নিহত হয়েছেন। তাকে অন্তত ছয় থেকে ১২টি গুলি করা হয়।

নিহত বিগ্রেডিয়ার জেনারেল আদেল রাগেই সহিংসতাপ্রবণ সিনাই উপত্যকায় নিয়োজিত একটি আর্মার ডিভিশনের কমান্ডার ছিলেন।

শনিবার এই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা দক্ষিণ কায়রোর আবাউর সিটির উপকণ্ঠে নিজ বাড়ি থেকে গাড়িতে ওঠার সময় এ হামলার ঘটনা ঘটে।

আদেল রাগেইর শ্যালিকা হুদা জেইন এলাবেদিন বলেন, ‘সকাল ৬টার (স্থানীয় সময়) দিকে তারা (হামলাকারীরা) তাকে হত্যা করে। আমি এটা ঠিক বলতে পারবো না তাকে ছয়টি অথবা ১২টি গুলি করা হয়েছে। গাড়িতে উঠার আগে এ ঘটনা ঘটে।’

সাধারণত সহিংসতাপ্রবণ সিনাই প্রদেশে এর আগে বিপুল সংখ্যক পুলিশ এবং সেনা সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। তবে এ ধরনের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনা খুবই বিরল।

গণমাধ্যম সূত্র জানিয়েছে, রাফাহ সীমান্তে গাজার সুড়ঙ্গ পথ ধ্বংস এবং ওই সুড়ঙ্গ পথে পানি দিয়ে গাজার অধিবাসীদের বাড়িঘর ডুবিয়ে দেয়ার নেতৃত্বে ছিলেন আদেল রাগেই। অবরুদ্ধ গাজার লোকজন জীবন বাঁচাতে এসব সুড়ঙ্গ দিয়ে নিত্যপণ্য আনা-নেয়া করতো।

Show More

আরো সংবাদ...

Back to top button