
আইন ও আদালত
৩৩০০ টি মামলা ও ৩,১৩,৭০০ টাকা জরিমানা আদায়
ঢাকা, ২২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
ট্রাফিক বিভাগের অভিযানে ৩৩০০ টি মামলা ও ৩, ১৩, ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৩৮টি গাড়ি ডাম্পিং ও ২৩৭টি গাড়ি রেকারও করা হয়।
হাইড্রোলিক হর্ন, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল, কালো গ্লাস ব্যবহার করার কারণে এসব মামলা করা হয় বলে ট্রাফিক সূত্রে জানা যায়।
শুক্রবার ঢাকা মহানগরীর ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।