
বিমানবন্দরে ২০০ কার্টন সিগারেট জব্দ
ঢাকা, ২২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২০০ কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। নির্ধারিত সাড়ে ৪শ শতাংশ শুল্ক ফাঁকি দিতে ওই যাত্রী সিগারেটগুলো তিনটি লাগেজে লুকিয়ে এনেছিল।
শনিবার সন্ধ্যায় এগুলো জব্দ করা হয়। ওই যাত্রীর নাম মো. আব্দুস সোবহান। তিনি দুবাই থেকে ইকে-৫৮৬ ফ্লাইটে ঢাকায় আসেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে ওই যাত্রীকে নজরদারিতে রাখে শুল্ক গোয়েন্দারা। ৪ নম্বর বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করার পর যাত্রীকে কাস্টমস হলে নিয়ে আসা হয়। তল্লাশি চালিয়ে তার তিনটি লাগেজ থেকে সুইজারল্যান্ডের ডানহিল ব্র্যান্ডের সিগারেটগুলো উদ্ধার করা হয়।
মহাপরিচালক বলেন, `আমদানি নীতির আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। আমাদের ধারণা সিগারেটের উপর আরোপকৃত সাড়ে ৪শ শতাংশ শুল্ক ফাঁকি দিতেই তিনি এগুলো লুকিয়ে এনেছেন।`
আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ড. মইনুল।