
জনগণের মৌলিক চাহিদা পূরণের অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী
ঢাকা, ২২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
জনগণের মৌলিক চাহিদা পূরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘জনগণের কল্যাণে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ জনগণের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে আমরা সোনার বাংলা গড়ে তুলব।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাই একজন লোকও যেন ক্ষুধার্ত ও গৃহহীন না থাকে এবং অমানবিক জীবনযাপন না করে। এটাই আমার ও আওয়ামী লীগের নীতি ও রাজনীতি।’
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আজ শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে দলের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদেরকে জনগণের কল্যাণ ও তাদের সেবা করার রাজনীতি শিখিয়েছেন এবং আমরা সেই রাজনীতি অনুসরণ করতে চাই।’
আওয়ামী লীগ সভানেত্রী দলের সম্মেলনে যোগদান করতে রাজধানীতে আগত দলীয় প্রতিনিধি ও কাউন্সিলরদেরকে তাদের নিজ নিজ এলাকায় বসবাসকারী লোকদের মধ্যে গৃহহীন ও অর্থ-কড়ি নেই, এমন লোকদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটা বড় সংগঠন এবং আপনারা আপনাদের নিজ নিজ এলাকার তথ্য রাখবেন। আমরা এসব তথ্য চাই এবং সেই অনুযায়ী আমরা আমাদের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘আমরা আপনাদেরকে সেই দায়িত্ব দিচ্ছি এবং আশা করছি এ ব্যাপারে আপনাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাব।’
আওয়ামী লীগ সভানেত্রী আজ দলের সম্মেলনে অংশগ্রহণ ও সম্মেলনের সাফল্য কামনা করে বক্তব্য দেওয়ার জন্য স্বাধীনতার স্বপক্ষ শক্তির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।