রাজনীতি

আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন চলছে

ঢাকা, ২৩অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট চত্বরে দু’দিনব্যাপী আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের শেষ দিনে কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টা ৩৮ মিনিটে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনস্টিটিউট চত্বরে যোগ দিলে অধিবেশন শুরু হয়। তিনি এই অধিবেশনে সভাপতিত্ব করছেন।
দেশের বিভিন্ন স্থান থেকে আগত কাউন্সিলরা অধিবেশনে যোগ দিয়েছেন।
এর আগে গতকাল শনিবার দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টার দিকে সম্মেলনের উদ্ধোধন ঘোষণা করেন। এরপর শহীদদের উদ্দেশে এক মিনিট নিরবতা পালন করে সম্মেলনের মূল কার্যক্রম শুরু হয়।
Show More

আরো সংবাদ...

Back to top button