জেলার সংবাদ

আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

ঢাকা, ২৩অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):    সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাসেল দেওয়ান নামে চিহ্নিত এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এসময় দুটি পিস্তলসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

নিহত রাসেল আশুলিয়ার নিরিবিলি এলাকার পিয়ার আলীর ছেলে। নিহত রাসেলের নামে চারটি অস্ত্র মামলাসহ সাভার ও আশুলিয়া থানায় ১৬টি মামলা রয়েছে।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদীর জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে অস্ত্র ও সহযোগীদের আটকের জন্য রবিবার ভোর সাড়ে ৩টার দিকে তাকে নিয়ে কুরগাঁও চারিপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময় হয়। একপর্যায়ে রাসেল আহত হন এবং বাকি সদস্যরা পালিয়ে যান। রাসেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Show More

আরো সংবাদ...

Back to top button