জাতীয়

নির্ধারিত সময়েই জেএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ঢাকা, ২৩ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):পূর্বনির্ধারিত সময়েই চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসা শিক্ষার্থীদের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
নুরুল ইসরাম নাহিদ বলেন, প্রত্যেকবার যেভাবে পরীক্ষা হয় এবারো সেভাবে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষার দায়িত্ব নিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নিতে অপরাগত প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পরীক্ষার দায়িত্ব ফিরিয়ে দেয়।
আগামী ১ থেকে ১৭ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Show More

আরো সংবাদ...

Back to top button