জাতীয়

এনডিসি প্রতিনিধি দলের পুলিশ সদর দফতর পরিদর্শন

ঢাকা, ২৩ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ‘আর্মড ফোর্সেস ওয়্যার কোর্স-২০১৬’ এর প্রতিনিধিদল পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন। রোববার সকালে এনডিসি’র চিফ ইন্সট্রাকটর ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলটি পরিদর্শন করেন।

পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ. কে. এম. কামরুল আহছান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সঙ্গে প্রতিনিধিদলের প্রধান সাক্ষাৎ করেন। এ সময় তারা পরস্পর শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

আইজিপি বলেন, দেশের প্রয়োজন ও সংকটকালে পুলিশ এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা জনগণকে সঙ্গে নিয়ে একত্রে কাজ করে থাকেন। বাংলাদেশ পুলিশ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য আরো সম্প্রসারণ করতে হবে।

অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী প্রতিনিধিদলের সদস্যদের পুলিশ হেডকোয়ার্টার্সে স্বাগত জানান। তিনি বলেন, এ সফর পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করবে।

এছাড়া অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি বিষয় প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন।

প্রতিনিধি দলের সদস্যরা আইনের শাসন প্রতিষ্ঠা, পুলিশের কাছে জনগণের প্রত্যাশা, ভবিষ্যত পুলিশিং সম্পর্কে জানতে চান। ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন প্রতিনিধি দলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এআইজি রখফার সুলতানা খানম।

প্রতিনিধি দলে আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের ৩৫ জন প্রশিক্ষণার্থী, ৬ জন ফ্যাকাল্টি মেম্বার এবং ১ জন স্টাফ অফিসারসহ মোট ৪২ জন কর্মকর্তা ছিলেন।

Show More

আরো সংবাদ...

Back to top button