
ধান বেচে সম্মেলনে ঠাকুরগাঁওয়ের ওয়াজেদ আলী
ঢাকা, ২৩ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
‘আমি বর্গাচাষী, দিন আনি দিন খাই, বউ অনেক নিষেধ করছে, তবুও ১ মণ ধান বেচে সম্মেলনে আসছি, প্রিয় নেত্রী শেখ হাসিনারে অনেক ভালোবাসি, তাই কেউ ধরে রাখতে পারে নাই।’
রোববার (অক্টোবর ২৩) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনের সামনে দাঁড়িয়ে এভাবেই কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা থেকে আসা কৃষক ওয়াজেদ আলী।ওয়াজেদ পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি সম্পাদক।
ওয়াজেদ বলেন, ‘সম্মেলনের জন্য ঢাকায় আসছি শুক্রবার রাতে। মিরপুরে ভাতিজার বাসায় ছিলাম। আমার সাথে আরো অনেকে আসছে। সবাই নিজ খরচে আসছে।
তিনি বলেন, সম্মেলনের কথা শুনে লোভ সামলাতে পারি নাই। চিন্তা করলাম কি করে যাবো। পকেটে তো টাকা নাই। পরে ১ মণ ধান বেচে দিলাম। সেই খরচে আসলাম।
তিনি আরো বলেন, ‘এবারে অনেকেই কাউন্সিলর নির্বাচিত হয়েছে। কিন্তু দলের মধ্যে রেষারেষির কারণে ভালো লোক বাদ পড়েছে । অনেকে আছে যারা নতুন রাজনীতি করছে তাদের অনেকেই কাউন্সিলর হয়েছে।
ওয়াজেদের আরো অভিযোগ, মৎস্য ভবনের হয়ে সম্মেলনের মূল গেইটে ঢোকার সময় ছাত্রলীগের পরিচয় দিয়ে অনেক ছেলেরা হাতে আলপনা আঁকছিলো। আমি নিষেধ করলেও শোনেনি। আমার কাছে এক হাজার টাকা চেয়েছিলো। ২’শ টাকা দিয়েছি। এটা হয়রানি ছাড়া কিছুই না। তিন মেয়ে নিয়ে ওয়াজেদের সংসার। তার আয়েই সংসার চলে।