আইন ও আদালত

খাদিজা হত্যাচেষ্টা মামলার পরবর্তী শুনানি ১৫ নভেম্বর

ঢাকা, ২৩ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

সিলেট এমসি কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার পরবর্তী তারিখ আগামী ১৫ নভেম্বর ধার্য করেছে আদালত।

রোববার দুপুরে মামলার পরবর্তী এ তারিখ ধার্য করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উম্মে সরাবান তহুরা।

এর আগে সকাল ১০টার দিকে নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি বদরুলকে আদালতে তোলা হয়। তবে পুলিশের পক্ষ থেকে আদালতে চার্জশিট না আসায় শুনানি স্থগিত করে বদরুলকে আবারো জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ মসজিদের পেছনে মানুষের সামনে দা দিয়ে কলেজছাত্রী খাদিজাকে কোপাতে থাকে বদরুল আলম। গুরুতর আহত খাদিজাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ওসমানী হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

স্কয়ার হাসপাতালে নিয়ে আসার পরেই মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। গত ১৭ আগস্ট বিকেলে খাদিজার দুই হাতে সফল অস্ত্রপচার হয়েছে।

এ ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাছলয়ের (শাবি) ছাত্রলীগ নেতা বদরুল আলমকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বদরুলকে আসামি করে শাহপরাণ থানায় মামলা দায়ের করেছেন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস।

এদিকে, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীণ খাদিজার শারিরীক অবস্থার আরও উন্নতিহয়েছে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের পরিচালক মেডিকেল সার্ভিসেস এবং মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক ডা. মির্জা নাজিমউদ্দিন।

Show More

আরো সংবাদ...

Back to top button