জাতীয়

ওবায়দুল কাদের আ’লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত

ঢাকা, ২৩ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের।

রোববার আওয়ামী লীগের ২০তম কাউন্সিলের দ্বিতীয় দিনের অধিবেশনে তিনি প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। এই প্রস্তাব সমর্থন করেন জাহাঙ্গীর কবির নানক। তিনি সর্বসম্মতভাবে নির্বাচিত হন।

এছাড়া ফের সভাপতি নির্বাচিত হয়ে অষ্টমবারের মতো আওয়ামী লীগের নেতৃত্ব দিতে যাচ্ছেন শেখ হাসিনা। এই কমিটি আগামী তিন বছরের জন্য নির্বাচিত হলো।

Show More

আরো সংবাদ...

Back to top button