
রাজনীতি
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরকে ফখরুলের অভিনন্দন
ঢাকা, ২৩ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাদের অভিনন্দন জানান তিনি।
তবে তিনি বলেছেন, বিএনপি আশা করে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কাজ করবেন।