
সম্মেলনে না যাওয়া বিএনপির সঠিক সিদ্ধান্ত: রিজভী
ঢাকা, ২৩ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
দেশে নুন্যতম গণতান্ত্রিক পরিবেশ থাকলে বিএনপি আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতো। তাই ওই সম্মেলনে বিএনপির না যাওয়ার সিদ্ধান্ত সঠিক হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রোববার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সংবাদিকদের এ সব কথা জানান তিনি।
গত ১৯ অক্টোবর পল্টন থানার নাশকতার মামলায় জামিন পাওয়ার পর রোববার নয়াপল্টনের কার্যালয়ে যান রুহুল কবির রিজভী। এরপরেই তিনি বিএনপিকে দাওয়াত দেয়ার পরও আওয়ামী লীগের সম্মেলনে তাদের না যাওয়ার বিষয়টি পরিস্কার করেন।
রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে লাগামহীন অশ্লীল, অশ্রাব্য বক্তব্য দিয়েই চলছে আওয়ামী লীগের নেতারা। এটাকে অতিক্রম করে সম্মেলনে গেলে জনগণ মেনে নিতোনা। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে বিএনপির কোন প্রতিনিধি দল যোগ না দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়েছে বলে আমি মনে করি।
সে সময় উপস্থিত ছিলেন দলের সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দফতার সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।