আন্তর্জাতিক

চীনে টাইফুন হাইমার আঘাতে ক্ষতিগ্রস্ত প্রায় ১৭ লাখ মানুষ

ঢাকা, ২৩ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে টাইফুন হাইমার আঘাতে প্রায় ১৭ লাখ (১৬ লাখ ৯০ হাজার) মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার প্রাদেশিক বেসামরিক দপ্তর একথা জানিয়েছে।

টাইফুন হাইমা শুক্রবার গুয়াংডংয়ে আঘাত হানে। এর প্রভাবে ওই অঞ্চলের বেশ কয়েকটি নগরীতে ভারী বৃষ্টিপাত হয়েছে।

যথাসময়ে বিপজ্জনক এলাকাগুলো থেকে ৬ লাখ ৬৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ফলে বড় ধরনের এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

বেসামরিক দপ্তর প্রাকৃতিক এই দুর্যোগে ২ হাজার ৭শ’ ৪৯টি বাড়ি ও ১ লাখ ৭৮ হাজার হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে বলে ধারণা করছে।

ঝড়ের আঘাতে মোট ৩৫০ কোটি ইউয়ান (৫১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার) ক্ষতি হয়েছে।

টাইফুনটির আঘাতে ২২ লাখ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তবে প্রাদেশিক বিদ্যুৎ কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় শনিবার নাগাদ প্রায় ৯৬ শতাংশ বাড়িতে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button