জেলার সংবাদ

বরিশালে ১১০ কেজি পলিথিন জব্দ

ঢাকা, ২৩ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

বরিশালের বানারীপাড়ায় তিন ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১১০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উদ্দ্যেগে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বিকেলে উপজেলার মাছ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় বানারীপাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম পলিথিন মজুদ ও বিক্রয় করার দায়ে জাহাঙ্গীর স্টোরকে ১০ হাজার টাকা, আবির স্টোরকে দুই হাজার টাকা এবং ভাই ভাই স্টোরকে দুই হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় শাখার পরিচালক মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button