আন্তর্জাতিক

‘হিলারির চেয়ে আমরা পিছিয়ে আছি’

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকার পার্টির পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা কেলিয়ান কনওয়ে বলেছেন, তারা ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে পিছিয়ে আছে।

ট্রাম্পের প্রচারশিবিরের ব্যবস্থাপক কনওয়ে বলেন, ‘আমরা পেছনে আছি। তিনি (হিলারি) কিছুটা এগিয়ে আছেন। তবে আমরা হাল ছাড়ছি না। জানি, আমরা জিততে পারব।’

গত শুক্রবার ট্রাম্পও স্বীকার করেন, নির্বাচনে তিনি হেরে যেতে পারেন।

এ ছাড়া নতুন করে পরিচালিত জনমত জরিপে দেখা যাচ্ছে, জাতীয়ভাবে হিলারি ক্লিনটন এগিয়ে আছেন এবং কয়েকটি অঙ্গরাজ্যে,যেখানে ট্রাম্পের সম্ভাবনা ছিল, সেখানেও তিনি এগিয়ে।

নতুন জরিপে দেখা যায়, রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত ইউটাহ ও অ্যারিজোনা অঙ্গরাজ্যে বিগত কয়েক দশকের মধ্যে এই প্রথম ডেমোক্র্যাট প্রার্থী জয় পেতে যাচ্ছেন।

এবিসি নিউজ জাতীয় পর্যায়ে একটি জরিপ পরিচালনা করেছে। এতে দেখা যায়, হিলারি ১২ পয়েন্ট ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। ওই জরিপ মতে, হিলারির সমর্থন ৫০ শতাংশ, ট্রাম্পের ৩৮ শতাংশ, লিবার্টারিয়ান গ্যারি জনসন ৫ শতাংশ ও গ্রিন পার্টির জিল স্টাইনের সমর্থন ২ শতাংশ। জরিপে দেখা যায়, নারীদের মধ্যে হিলারি ২০ পয়েন্ট ব্যবধানে ট্রাম্পকে পেছনে ফেলেছেন।

আগামী ৮ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে অনুষ্ঠিত হবে।

Show More

আরো সংবাদ...

Back to top button