জাতীয়

দুর্নীতি মামলায় কোস্টগার্ডের সাবেক পরিচালক গ্রেফতার

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

দুর্নীতির মামলায় কোস্টগার্ডের সাবেক মহাপরিচালকের পর এবার সাবেক পরিচালক মো. মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার ভোররাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে কোস্টগার্ডের এই সাবেক পরিচালককে গ্রেফতার করা হয়।

১৯৯৮ সালে করা দুর্নীতির একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই মামলায় গত ২৯ সেপ্টেম্বর কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক (ডিজি) কমোডর (অব.) সফিক-উর-রহমানকে গ্রেফতার করা হয়।

দুদক সূত্র জানায়, কোস্টগার্ডের অনুকূলে বরাদ্দ দেওয়া গম দুর্নীতির মাধ্যমে বিক্রি করে সেই টাকা আত্মসাতের অভিযোগে ১৯৯৮ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো সফিক-উর-রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করা হয়।

মামলার এজহারে বলা হয় গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কোস্টগার্ডের অনুকূলে ১১ হাজার ১০০ মেট্রিক টন গম বরাদ্দ দেয়। নিয়মানুযায়ী ওই গম বিক্রির সুযোগ ছিল না। কিন্তু কোস্টগার্ডের তৎকালীন মহাপরিচালক সফিক-উর-রহমান ওই গম বিক্রির জন্য একটি কমিটি গঠন করেন। কমিটি কিছু ভুয়া প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশন নিয়ে নিজেদের খেয়ালখুশিমতো পাঁচ টাকা কেজি দরে গম বিক্রি করে। অথচ ওই সময় গমের বাজারমূল্য ছিল প্রতি কেজি ১১ টাকা ৬৪ পয়সা। এভাবে অভিযোগ ওঠা ব্যক্তিরা ৭ কোটি ৩৭ লাখ ৪ হাজার টাকা আত্মসাৎ করেন।

ওই মামলায় উচ্চ আদালতে সফিক উর রহমান রিট আবেদন দায়ের করলে তা নিস্পত্তি করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে তাকে আটক করা হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button