জাতীয়

সেই বখাটে করিম গ্রেফতার

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

কলেজছাত্রী জমজ দুই বোনকে উত্যক্তকারী ও তাদের পিটিয়ে আহত করা সেই বখাটে যুবক জীবন করিম ওরফে বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার মিরপুর শাহ আলী থানার চিড়িয়াখানা রোডে বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী জমজ দুই বোন সানিয়া হাবীব মীম (১৭) ও আসোয়াদ হাবীব জীম (১৭) কলেজ ছুটি শেষে বাড়ি ফিরছিল। এসময় করিম ও লুৎফরসহ কয়েকজন তাদের উত্যক্ত করে। প্রতিবাদ করায় করিম তার দুই বন্ধুকে নিয়ে ছাত্রীদের বাঁশ দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়ে যায়।

সহপাঠিরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে ওইদিনই হামলার প্রতিবাদে প্রায় আধঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে দুই ছাত্রীর সহপাঠীরা।

এরপর স্থানীয়দের সহায়তায় পুলিশ লুৎফর রহমান নামে এক বখাটেকে আটক করে।

শিক্ষার্থীদের বাবা আহসান হাবীব ওইদিনই এ ঘটনায় শাহ আলী থানায় মামলা দায়ের করেন।

জানা গেছে, জীবন করিম ও লুৎফর রহমান চিড়িখানার ওই রোডের ফুটপাতে দোকানে বসে প্রায়ই ছাত্রীদের উত্যক্ত করত। তারা মিরপুরের কামাল হাউজিং এবং মুক্তিযোদ্ধা স্টাফ কোয়ার্টার কলোনীর বাসিন্দা।

Show More

আরো সংবাদ...

Back to top button