
মন্ত্রণালয়ে ওবায়দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা
ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর প্রথমদিনে সচিবালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে নিজ অফিস কক্ষে আসেন ওবায়দুল কাদের।
এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মন্ত্রীও তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় কর্মকর্তারা একে অপরকে মিষ্টি মুখ করান।
এদিকে মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, এখন থেকে দলীয় কাজে বেশি সময় দেবেন-এমন ইঙ্গিত দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি হয়তো আগের মতো সময় দিতে পারব না। কিন্তু, আমার জন্য কোনো কাজ যেন থেমে না থাকে।
উল্লেখ রোববার (২৩ অক্টোবর) আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।