
খেলাধুলা
ওয়ানডে সেঞ্চুরিতে চতুর্থ স্থানে বিরাট কোহলি
ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
শ্রীলঙ্কার সাবেক গ্রেট ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে টপকে ওয়ানডে সেঞ্চুরির তালিকায় চতুর্থ স্থানে চলে এলেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। গতকাল কিউইদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলে তিনি এই রেকর্ড গড়েন।
১৭৪টি ওয়ানডেতে কোহলির এখন ২৬টি সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির আগে সেঞ্চুরিয়ান তিনজন হলেন তার স্বদেশি ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকার (৪৯), অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং (৩০) এবং ‘মাতারা হ্যারিকেন’ খ্যাত শ্রীলঙ্কান গ্রেট সনাথ জয়সুরিয়া (২৮)।
কোহলির যে বর্তমান ফর্ম, তাতে বলেই দেওয়া যায় যে জয়সুরিয়া এবং পন্টিংকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে চলে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। তার পরই সামনে অনন্য উচ্চতায় শচীন টেন্ডুলকার। কোহলি কি পারবেন শচীনকে টপকাতে?