
নারায়ণগঞ্জ ডকইয়ার্ডেই তৈরি হচ্ছে আন্তর্জাতিকমানের জাহাজ
ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
নারায়ণগঞ্জের বিভিন্ন ডকইয়ার্ডে তৈরি হচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক মানের বড় বড় জাহাজ। নারায়ণগঞ্জের শতাধিক ডকইয়ার্ডে কাজ করে জীবিকা নির্বাহ করছেন প্রায় এক লাখ শ্রমিক। তবে অধিকাংশ ডকইয়ার্ডে অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তাদের।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও মেঘনার পাড়ে গড়ে ওঠা সরকারি বেসরকারি শতাধিক ডকইয়ার্ডে তৈরি হয় কনটেইনার, অয়েল ট্যাংকার ও বলগেটসহ নদী ও সমুদ্রগামী জাহাজ। এতে দেশীয় নৌ-যানের চাহিদা পূরণের পাশাপাশি জাহাজ বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সস্তায় শ্রম পাওয়ায় স্বল্প খরচে তৈরি এসব জাহাজ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও এগিয়ে বলেও জানিয়েছেন তারা। অবশ্য এ সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন।
এদিকে, জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিকদের অভিযোগ স্থানীয় ভূমি দস্যুরা এসব ডকইয়ার্ড বন্ধ করে দেয়ার হুমকি দিচ্ছেন। সূত্র:সময় টিভি