
নতুন প্রজন্মই প্রযুক্তিগত জালিয়াতির শিকার হচ্ছেন বেশি
ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
নতুন এক গবেষণায় দেখা গেছে, নতুন প্রজন্মের ছেলে মেয়েরা ধারণার চেয়েও বেশি প্রযুক্তিগত জালিয়াতির শিকার হচ্ছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে মাইক্রোসফট এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যালায়েন্স (এনসিএসএ) একটি বৈশ্বিক জরিপের বিস্ময়কর চিত্র তুলে ধরেছে। গত গ্রীষ্মে প্রুযুক্তিগত জালিয়াতি এবং প্রতিদিনের খদ্দেরদের বিষয়ে ওই জরিপটি চালানো হয়।
জরিপে প্রতি তিনজনের একজন খদ্দের বলেছেন, গত এক বছরে তাদের অন্তত একটি প্রযুক্তিগত সহায়তা কেলেঙ্কারির অভিজ্ঞতা হয়েছে। আর যারা প্রতারণাপূর্ণ মিথষ্ক্রিয়া অব্যাহত রেখেছেন, তাদের ৫০ শতাংশই নতুন প্রজন্মের। এদের বেশিরভাগেরই বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অনলাইনে জালিয়াতির কৌশলও আরো উন্নত এবং শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। পপআপ, অযাচিত ইমেইল এবং জালিয়াত ওয়েবসাইটগুলো নেট প্রজন্মের সবচেয়ে দক্ষ লোকটিকেও প্রতারকদেরকে শনাক্ত করতে অক্ষম করে তুলেছে। ফলে জালিয়াতির শিকার হওয়ার অনেক পরে গিয়ে কেউ বিষয়টি টের পাচ্ছেন।
গবেষণায় দেখা গেছে নতুন প্রজন্মের ছেলে মেয়েরাই প্রযুক্তিগত জালিয়াতির শিকার হচ্ছেন বেশি। আমরা সাধারণত এটা ভাবতেই অভ্যস্ত ছিলাম যে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা হয়তো প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে আছে। কিন্তু সাইবার নিরাপত্তা নিয়ে পারিচালিত গবেষণায় প্রাপ্ত তথ্য-উপাত্ত থেকে প্রমাণিত হচ্ছে যে, নতুন প্রজন্মকে এখনো অনেক কিছু শিখতে হবে।
বিশ্বব্যাপী প্রতি পাঁচজনের একজন খদ্দের বলেছেন, তারা অন্তত একটি প্রতারণাপূর্ণ অনলাইন মিথষ্ক্রিয়ায় লিপ্ত হয়েছেন।
সূত্র: ফক্স নিউজ