জেলার সংবাদ

ওষুধ কোম্পানির কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

যশোরে একটি ওষুধ কোম্পানির কর্মকর্তাকে কুপিয়ে ছয় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের ঘোপ কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওষুধ কোম্পানির অপসোনিনের যশোর উপশহর অফিসের হিসাব বিভাগের কর্মকর্তা আশরাফুল জামান (৩৫)। তিনি বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। এসএ শ্যামল (৩৫) বরিশাল শহরের চৌমাথা এলাকার আবদুল মালেকের ছেলে। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত এসএ শ্যামল জানান, সোমবার বেলা সোয়া ১১টার দিকে শহরের নিউ মার্কেট এলাকার ওষুধ কোম্পানি অপসোনিনের অফিস থেকে হিসাব বিভাগের কর্মকর্তা আশরাফুল জামান ও তিনি ছয় লাখ টাকা নিয়ে পূবালী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন।

পথে ঘোপ কবরস্থান এলাকায় পৌঁছলে তিন মোটরসাইকেল আরোহী গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে আশরাফুলের কাছে থাকা ছয় লাখ টাকা ছিনিয়ে নেয়।

এসময় তার সঙ্গে থাকা এসএ শ্যামলকেও মারাপিট করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করেছে।

কোতয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, শুনেছি কুপিয়ে ছয় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আদৌও ছিনতাই নাকি নিজেরা এমনটি করেছেন সেটি খতিয়ে দেখা হচ্ছে।

Show More

আরো সংবাদ...

Back to top button