
সুবীর হত্যায় দুজনের ফাঁসি দুজনের যাবজ্জীবন
ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
আহসান উল্লাহ ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী সুবীর চন্দ্র দাস হত্যা মামলায় দুজনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে ঢাকা জেলা ও দায়রা জজ কুদ্দুছ জামান এ রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফরহান হোসেন সিজু ও মো. হাসান। এই দুজন পলাতক রয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন সফিক আহসান ওরফে রবিন ও শাওন ওরফে কামরুল হাসান।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। ২০১৩ সালের ১২ জানুয়ারি সুবীর চন্দ্র দাসকে পূর্বশত্রুতার জের ধরে ডেকে নিয়ে যান আসামিরা। পরে তাতে হত্যা করে মরদেহ গুম করার জন্য বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়। এরপর ২১ জানুয়ারি সাভারের ভাকুর্তা ইউনিয়নের কোটালিয়াপাড়া এলাকার বুড়িগঙ্গা নদী থেকে সুবীরের মরদেহ উদ্ধার করা হয়। রায় ঘোষণার আগে চার্জশিটে ২৭ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য নেন আদালত।