জেলার সংবাদ

১২ নভেম্বর রাজধানীতে জঙ্গিবাদ বিরোধী সুন্নি সমাবেশ

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

জঙ্গিবাদ বিরোধী মহাসমাবেশ করবে আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটি। আগামী ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত তৈরী, বিশ্বব্যাপী মুসলিম গণহত্যা বন্ধের দাবি এবং ইসলামের শান্তির বাণী সর্বস্তরের জনতার কাছে পৌঁছে দেয়ার জন্য এ মহাসমাবেশ করবে সংগঠনটি।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জঙ্গিবাদ বিরোধী সুন্নি মহাসমাবেশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা জানান।

সংগঠনের প্রধান সমন্বয়ক মাওলানা এম এ মতিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরে তরিকত শাহ সূফী বদরুদ্দোজা বারী, অধ্যক্ষ শেখ আব্দুল করিম, শাহ আহসানুজ্জামান, সৈয়দ মছিহুদ্দৌলাহ, এম এ মান্নান, সউম আবদুস সামাদ, আবুধ ফরাহ ফরিদুদ্দিন প্রমুখ।

লিখিত বক্তব্যে জানানো হয়, ১২ নভেম্বর সকাল ১০টায় সোহরাওয়াদী উদ্যানে জঙ্গিবাদ বিরোধী সুন্নি মহাসমাবেশে অনুষ্ঠিত হবে। মহাসমাবেশে সারাদেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটি থেকে হাজার হাজার মানুষ সমবেত হবে।

সুফীবাদীরা শুরু থেকেই জঙ্গীবাদের বিরুদ্ধে সুস্পষ্ট ভূমিকা পালন করে আসছে জানিয়ে লিখিত বক্তব্যে বলা হয়, মহাসমাবেশে প্রায় ১০/১২ লাখ মানুষের সমাবেশ ঘটবে।

মহাসমাবেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Show More

আরো সংবাদ...

Back to top button