রাজনীতি

মেরুদণ্ডহীন ইসি মেনে নেওয়া হবে না : নজরুল

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

সার্চ কমিটির নামে আবারো মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন গঠন করা হলে মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, অতীতে সার্চ কমিটির নামে এমন লোক খুঁজে বের করা হয়েছে যাদের সত্যিকারের অর্থে কোনো মেরুদণ্ড নেই। যারা আইনের ভেতর চলতে পারে না। বরং ব্যক্তি বিশেষের ইচ্ছায় কাজ করেছে। আবারো এ ধরনের ব্যত্যয় ঘটলে তা মেনে নেওয়া হবে না। আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক সভায় তিনি এসব বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আমরা আহ্বান জানাবো সব দলের মতামত নিয়ে গ্রহণযোগ্য এবং দক্ষ লোককে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হোক। না হলে আগের মতোই নির্বাচন হবে। যেখানে মানুষের কোনো ভোটধিকার ছিল না। ব্যালট ছিনতাই করা হয়েছে। কারচুপি করা হয়েছে। আমরা এমন ঘটনা আর দেখতে চাই না, তাই এমন নির্বাচন কমিশন গঠন করা হবে যারা কোনো দল বা ব্যক্তির নয় দেশের শাসনতন্ত্রের মতে কাজ করবে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মরহুম আফসার আহমদ সিদ্দিকীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউনেন্ডশনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামাদ দুদু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও মরহুমের স্ত্রী জাহানারা সিদ্দিকী। সব শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন ওলামা দলের সভাপতি হাফেজ এম এ মালেক।

Show More

আরো সংবাদ...

Back to top button