বিনোদন

অনলাইন ফ্যাশন ব্র্যান্ড খুললেন শহীদ কাপুর

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

বলিউডের অনেকেই নিজস্ব ক্লোথিং ব্র্যান্ড খুলেছেন। তাদের মধ্যে আছেন হৃতিক রোশন, বিরাট কোহলি, বীর দাস, জন আব্রাহাম, সালমান খান, শচিন টেন্ডুলকার। এবার এদের সঙ্গে জুড়লেন বলিউড অভিনেতা শহীদ কাপুর। অনলাইন এই ব্র্যান্ডের নাম তিনি রেখেছেন ‘স্কাল্ট’। শহীদের এই ব্র্যান্ডে থাকছে মূলত ছেলেদের পোশাক।

অভিনেতা জানিয়েছেন, তিনি যখন ইন্ডাস্ট্রিতে আসেননি তখন শামাক দাভারের গ্রুপে নাচ করতেন তিনি। মফঃস্বলের ছেলে ছিলেন বলে ফ্যাশন তেমন জানতেন না। ইন্ডাস্ট্রিতে আসার পর ফ্যাশনে তার হাতেখড়ি হয়। স্কাল্টে সেসব তুলে ধরা হয়েছে। মূলত ফাংশনাল স্ট্রিট-স্টাইল পাওয়া যাবে স্কাল্টে। গত একবছর ধরে তিনি এই লেবেল নিয়ে ভাবনাচিন্তা করছেন। কাট অফ টি শার্ট থেকে ফ্যাব্রিক, সবই থাকবে তার ব্র্যান্ডে।

খুব শিগগিরই ‘পদ্মাবতী’র শুটিং শুরুর করবেন শহীদ কাপুর। ছবিতে মেবারের রানা রতন সিংয়ের ভূমিকায় দেখা যাবে তাকে। তার বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। ছবিতে আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং। ‘পদ্মাবতী’ পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানশালি।

Show More

আরো সংবাদ...

Back to top button