বিনোদন

কারিনা প্রেগন্যান্ট হওয়ায় খুশি নন সোহা!

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

বলিউড স্টার কারিনা কাপুরের প্রেগন্যান্সির কথা সবাই জানেন। আগামী ডিসেম্বরেই নবাব পরিবারে আসতে যাচ্ছে নতুন অতিথি। নতুন সদস্যকে ওয়েলকাম করার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কাপুর এবং খান পরিবারে। স্বাভাবিক ভাবেই সেই প্রিপারেশনের অবস্থা নিয়ে প্রশ্ন করা হয়েছিল কারিনার ননদ সোহা আলি খানকে। আর তাতেই রেগে ওঠেন সোহা।

সকলের সামনে সোহার রিঅ্যাক্ট দেখে অনেকের প্রশ্ন কারিনার সন্তানসম্ভবা হওয়ার খবরে কি খুশি হননি সোহা? তার কাছে শুধু জানতে চাওয়া হয়েছিল কেমন প্রস্তুতি চলছে? উত্তরে সোহা বলেন, “আমি জানি না আমাকে এ সব প্রশ্ন কেন করা হচ্ছে? কী উত্তর আশা করছেন বলুন তো? নতুন করে আমরা কি প্রিপারেশন নেব? আমি এক্সাইটেড, কিন্তু এখন কি কারিনার বেবির জন্য বুয়া হিসেবে সোয়েটার বুনতে শুরু করব? আমি জানি না!”

সোহার এই রিঅ্যাক্ট করার ফলে নতুন করে গসিপ শুরু হয়েছে বিনোদন দুনিয়ায়। অনেকেই প্রশ্ন তুলছেন, এই মতামত সোহার ব্যক্তিগত নাকি পুরো পরিবার এই ব্যাপারে বিরক্ত?

Show More

আরো সংবাদ...

Back to top button