
বিনোদন
নিষেধাজ্ঞা পেরিয়ে ঐশ্বরিয়ার অ্যায় দিল হ্যায় মুশকিল
ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
অবশেষে মুক্তি পাচ্ছে করণ জোহর পরিচালিত ও ঐশ্বরিয়া রাই অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি।
আগামী ২৮ অক্টোবর ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাক শিল্পী ফওয়াদ খান থাকার কারণে ছবিটির মুক্তিতে বাধা দিয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। সম্প্রতি দলটি তাদের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
পাক শিল্পীদের নিয়ে ভবিষ্যতে ছবি করা উচিত কি না, সে ব্যাপারে দ্বিধাবিভক্ত বলিউডও। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এর পরিচালক করণ জোহর সবার উদ্দেশে একটি ভিডিও মেসেজে জানিয়েছেন, পাক শিল্পীদের নিয়ে তিনি আর কাজ করবেন না।