আন্তর্জাতিক

জিম্মিদশা থেকে ৪ বছর পর মুক্তি পেলেন ২৬ নাবিক

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

চার বছরের বেশি সময় ধরে জিম্মিদশায় থাকার পর এশিয়ার ২৬ জন নাবিককে মুক্তি দিয়েছে সোমালিয়ার জলদস্যু বাহিনী। মুক্তিপণের অর্থ পরিশোধের পরই তাদের মুক্ত করে দেওয়া হয়েছে। মুক্তি পাওয়ার পর তারা রোববার কেনিয়ার রাজধানী নাইরোবিতে পৌঁছেছেন।

সোমবার (২৪ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

খবরে বলা হয়, মুক্তি পাওয়া নাবিকরা চীন, ফিলিপাইন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার, ভিয়েতনাম ও তাইওয়ানের নাগরিক। ২০১২ সালের মার্চ মাসে আফ্রিকার জলসীমা সিসিলি এলাকার কাছে ‘এফভি নাহাম-৩’ জাহাজে হামলা চালিয়ে সোমালিয়া জলদস্যু বাহিনী তাদের অপহরণের পর জিম্মি করে।

১ দশমিক ৫ লাখ মিলিয়ন ডলার মুক্তিপণ পরিশোধের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় একটি সূত্র জানায়।

Show More

আরো সংবাদ...

Back to top button