আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে একটি ঘূর্ণিঝড়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঝড় আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাষ অনুযায়ী ঘূর্ণিঝড়ের সঙ্গে ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গেছে, পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর এক নিম্নচাপ তৈরি হয়েছে। এ নিম্নচাপ মিয়ানমার সীমানা অতিক্রম না করে ফিরে আসছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। তার জেরেই আগামী কয়েকটি দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কয়েকদিন আগে দুর্গাপূজার সময় নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হয়েছিল কলকাতাসহ পশ্চিমবঙ্গের উত্তর এবং পূর্বদিকে জেলাগুলোতে। এ নতুন তৈরি হওয়া নিম্নচাপের জেরে কালীপূজায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের শক্তি বাড়ায় পশ্চিমবঙ্গে তাপমাত্রা কিছুটা কমেছে। পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

Show More

আরো সংবাদ...

Back to top button