
পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে একটি ঘূর্ণিঝড়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঝড় আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাষ অনুযায়ী ঘূর্ণিঝড়ের সঙ্গে ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গেছে, পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর এক নিম্নচাপ তৈরি হয়েছে। এ নিম্নচাপ মিয়ানমার সীমানা অতিক্রম না করে ফিরে আসছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। তার জেরেই আগামী কয়েকটি দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কয়েকদিন আগে দুর্গাপূজার সময় নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হয়েছিল কলকাতাসহ পশ্চিমবঙ্গের উত্তর এবং পূর্বদিকে জেলাগুলোতে। এ নতুন তৈরি হওয়া নিম্নচাপের জেরে কালীপূজায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের শক্তি বাড়ায় পশ্চিমবঙ্গে তাপমাত্রা কিছুটা কমেছে। পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।