আন্তর্জাতিক

ভারতে এনকাউন্টারে ২১ শীর্ষ মাওবাদী নেতা নিহত

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

ভারতের ওড়িশ্যা রাজ্যে পুলিশের এনকাউন্টারে ২১ জন মাওবাদী নেতা নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে গজারলা রাভি ওরফে উদয়, সুধীর এবং অনিলের মতো শীর্ষ মাওবাদী নেতা আছেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার ভোরে রাজ্যেল মালকানগিরি জেলার বেজাংগি এলাকায় ওড়িশ্যা-অন্ধ্র প্রদেশ সীমান্তে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাওবাদীদের শীর্ষ নেতারা বৈঠকে মিলিত হবেন বলে গোয়েন্দা সূত্রে জানতে পেরে রোববার বিকালে বেজাংগিতে ছদ্মবেশে অবস্থান নেয় পুলিশ।

তাদের সঙ্গে যোগ দেয় বিখাশাপত্তনমের বিশেষ সশস্ত্র বাহিনী এবং অন্ধ্রপ্রদেশের গ্রে হাউন্ড বাহিনী।

এদিকে রোববার রাতে বৈঠক শেষে বিশ্রাম নেন মাওবাদী নেতারা। সোমবার ভোররাতে ঘুমন্ত মাওবাদী নেতাদের ওপর গুলি চালায় পুলিশ। এতে অন্তত ২১ জন মাওবাদী নেতা নিহত হন।

ঘটনাস্থল থেকে তিনটি একে-৪৭ রাইফেল, পাঁচটি এসএলআর এবং ৩০৩ রাইফেল উদ্ধারের দাবি করেছে পুলিশ।

Show More

আরো সংবাদ...

Back to top button