
আন্তর্জাতিক
মালটায় বিমান বিধ্বস্ত : ৫ জনের মৃত্যু
ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
মালটায় একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে লুকা শহরে বিমানটি বিধ্বস্ত হয়। খবর টাইমস অব মালটা ডটকমের।
সূত্র জানিয়েছে, রানওয়ে থেকে উড্ডয়ের কিছু সময় পরেই বিমানটি বিধ্বস্ত হয়।
এক প্রত্যক্ষদ্শী জানান, তিনি বিমানটিকে রানওয়ে থেকে আকাশে উড়তে দেখেন। এর একটু পরেই বিমানটি ডানদিকে কাত হয়ে যায় এবং এটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায়।
সূত্র জানিয়েছে, ওই দুর্ঘটনায় বিমানের কোনো আরোহীরই বেঁচে থাকার সম্ভাবনা নেই। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।
আরো এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তার কাছ থেকে মাত্র ১০ মিটার দূরেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তিনি বলেন, ‘আমি বিকট শব্দ শুনতে পাই। পরে দেখি একটি বিমান বিধ্বস্ত হয়েছে।’