
মসুলে ২৮৪ নাগরিককে হত্যা করেছে আইএস
ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
ইরাকের মসুলে ২৮৪ বেসামরিক নাগরিককে হত্যা করেছে তথাকথিত ইসলামিক স্ট্যাট- আইএস। নিহতদের মধ্যে অনেক শিশু-কিশোরও রয়েছে। তাদের সবাইকে গুলি করে হত্যা করা হয়।
ইরাকের জাতীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ খবর জানায় সিএনএনসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এতে বলা হয়, নিহতদের মসুলের উত্তরাঞ্চলে বিধ্বস্ত একটি কৃষি কলেজে গণকবর দিয়েছে আইএস।
এদিকে গত বৃহস্পতি ও শুক্রবার নিহতদের মার্কিন নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে মানবঢাল হিসেবে ব্যবহার করছে আইএস।
তবে, জঙ্গি গ্রুপটির শেষ প্রধান ঘাঁটি মসুল দখলে জোট বাহিনী তাদের আক্রমণ আরও বাড়িয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার।
তিনি বর্তমানে ইরাকের ইরবিল শহরে অবস্থান করছেন।
সংবাদমাধ্যমগুলো জানায়, ইরাকের সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী মসুলকে আইএস থেকে মুক্ত করতে হামলা চালাচ্ছে। তারা শহরটির কাছাকাছি অবস্থানে চলে গেছে।
অপরদিকে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি যুদ্ধে তুরস্কের কোনো সহযোগিতা দরকার নেই বলে জানিয়েছেন।
এদিকে শুক্রবার আইএসআইএস স্লিপার সেল সদস্যরা মসুল থেকে ১০৯ মাইল দূরে দক্ষিণ-পূর্ব কিরকুক শহরের তিনটি পুলিশ ভবন ও একটি রাজনৈতিক কার্যালয়ে আত্মঘাতী হামলা চালায়। এতে ৬ পুলিশ কর্মকর্তা ও ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।