জাতীয়

চাল প্রতি কেজি ১৫ টাকা আটা ১৭ টাকা

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

রাজধানীর আজিমপুর নতুন পল্টন লাইনের বাসিন্দা ক্ষুদে ব্যবসায়ী রহমত আলী। সোমবার সকালে কর্মস্থল ফার্মগেটের পথে রওনা হন। আজিমপুর কবরস্থানের বিপরীত দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের রাস্তায় দাঁড়ানো একটি খোলা ট্রাকের ওপর লাল কাপড়ে সাদা কালিতে লেখা একটি ব্যানারের লেখা পড়ে অনেকটা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন।

ব্যানারটিতে লেখা ‘চাল প্রতি কেজি ১৫টাকা ও আটা প্রতি কেজি ১৭টাকা, মাথা পিছু সর্বোচ্চ ৫ কেজি’। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে রহমান আলী বলেন, সাধারণত বাজারে মোটা চাল প্রতিকেজি ৩৭/৩৮ টাকা ও আটা প্রতি কেজি ৬৪/৬৫ টাকার কমে পাওয়া যায় না। সেখানে রাজধানীতে এতো সস্তায় তা বিক্রি হতে দেখে অবাক হয়েছেন। এগিয়ে গিয়ে মাত্র ১৬০ টাকায় (চাল ৭৫ টাকা ও আটা ৮৫ টাকা) ১০ কেজি চাল-আটা কিনে ফার্মগেট না যেয়ে ফিরে আসেন বাসায়।

রাগধানীতে রহমত আলীর মতো অনেককেই এভাবে সস্তা দামের এই চাল-আটা কিনতে দেখা যায়। ট্রাক সেলের মাধ্যমে নগরবাসিকে অত্যন্ত সুলভ মূল্যের চাল-আটা কেনার এই সুযোগ করে দিয়েছে খাদ্য অধিদফতর।

খোঁজ নিয়ে জানা গেছে খাদ্য অধিদফতরের উদ্যোগে ঠিকাদারদের মাধ্যমে গত এক সপ্তাহেরও বেশি সময় যাবত সুলভ মূল্যে চাল ও আটা বিক্রি হচ্ছে। রাজধানীর বিভিন্ন স্পটে শতাধিক ট্রাকযোগে এসব পণ্য বিক্রি হচ্ছে।

আজিমপুর কবরস্থান সংলগ্ন স্পটের বিক্রেতা সুজন জানান, খাদ্য অধিদফতর থেকে প্রতি ট্রাকে প্রতিদিন ২ টন চাল ও ২টন আটা বিক্রির জন্য ঠিকাদারদের দেয়া হচ্ছে। সুলভ মূল্যের মালামালের বিক্রি বেশ ভাল হচ্ছে বলে জানান সুজন।

Show More

আরো সংবাদ...

Back to top button