
নির্ধারিত সময়েই হবে জেএসসি-জেডিসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৩ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
আগামী ১ থেকে ১৭ নভেম্বরের মধ্যেই জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার বিষয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নেই। নির্ধারিত সময়ে, যথা নিয়মেই জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে গত বৃহস্পতিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নিতে অপারগতা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়কে উপানুষ্ঠানিক পত্র দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।ওই চিঠিতে এ দুই পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নেয়ার কথা বলা হয়। এ প্রেক্ষিতেই সংবাদ সম্মেলন আয়োজন করে নির্ধারিত সময়েই পরীক্ষা গ্রহণের কথা জানান শিক্ষামন্ত্রী।
এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় প্রায় ২৪ লাখ ১০ হাজার ১৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। জেএসসিতে ২০ লাখ ৩৫ হাজার ও জেডিসিতে ৩ লাখ ৭৪ হাজারের অধিক পরীক্ষার্থী রয়েছেন।
এবার জেএসসিতে ১১ লাখ ২৩ হাজার ১৬২জন ছাত্র ও ১২ লাখ ৮৬ হাজার ৮৫৩ জন ছাত্রী অংশ নিচ্ছে।
সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব সোহরাব হোসোইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান ছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।