রাজনীতি

রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি: ওবায়দুল কাদের

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াকে নিজের রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ বড় স্বীকৃতি বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলের সভাপতি ও তৃণমূল থেকে আসা কাউন্সিলরদের অকুণ্ঠ ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে, গুণগত মান নিয়ে এগিয়ে যাচ্ছে।’

নতুন দায়িত্ব পাওয়ার পর সোমবার দুপুর ২টায় ধানমণ্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে  এসব কথা বলেন তিনি। এর আগে ধানমণ্ডি কার্যালয়ে সাংগঠনিক জেলাগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসেন নতুন এই সাধারণ সম্পাদক।

সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের শৃঙ্খলাবদ্ধতা প্রকাশ পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের আচরণ সামনে আরও শৃঙ্খলাবদ্ধ হবে। ভবিষ্যতে আওয়ামী লীগের অভ্যন্তরে আরও গুণগত পরিবর্তন হবে। আমাদের নিজেদের বদলাতে না পারলে আমরা দেশকে পরিবর্তন করতে পারবো না। আমাদের প্রত্যেক নেতাকর্মীকে নিজেদের পরিবর্তন করতে হবে।’

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, ভবিষ্যতে আওয়ামী লীগে আরও পরিবর্তন হবে। আমরা যদি নিজেদের বদলাতে না পারি তাহলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বদলাবো কিভাবে?’ তিনি এজন্য দলের নেতা-কর্মীদের আচরণ বদলানোরও অনুরোধ জানান।

এসময় মন্ত্রী আরও জানান, মন্ত্রিত্ব সামলেও আগের মতোই দলকে সময় দেবেন।

তিনি বলেন, ‘আমি নিজেকে মন্ত্রী বলে মনে করি না। শেখ হাসিনার একজন কর্মী মনে করি, সরকারের একজন কর্মী মনে করি, দলের একজন কর্মী মনে করি। তাই সবকিছুই আগের মতো ভালোভাবেই চলবে।’

উল্লেখ রোববার (২৩ অক্টোবর) আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Show More

আরো সংবাদ...

Back to top button