জেলার সংবাদ

সাভারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

সাভারে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত ঐ যুবককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় জনৈক করিম মিয়ার বাড়িতে এঘটনা ঘটে।

এলাকাবাসী জানায় গতকাল রাতে ইমান্দিপুরে নিজ ভাড়া বাড়িতে রান্না করছিলেন এক রিকসাচালকের স্ত্রী ওই গৃহবধু। পরে বাড়ির ভাড়াটিয়া বখাটে যুবক মোহাম্মদ আলমগীর ওই গৃহবধুকে ধরে তার রুমে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করে। পরে ওই গৃহবধু আজ সোমবার সকালে সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা করলে পুলিশ ইমান্দিপুর এলাকা থেকে ওই বখাটে যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এবিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন ধর্ষণের শিকার ঐ গৃহবধুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে ও ধর্ষণ কারী বখাটে যুবককে আটক করা হয়েছে।

নির্যাতিত গৃহবধুর বাড়ি ঢাকার দোহার এলাকায়।

Show More

আরো সংবাদ...

Back to top button