জাতীয়

নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

নেতাকর্মীদের আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের কাছে যান। সরকারের উন্নয়নকাজগুলোর কথা জনগণকে জানাতে হবে। জনগণের জন্য কাজ করতে হবে।

সোমবার বিকালে গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি ও জেলার সভাপতি-সাধারণ সম্পাদকদের সৌজন্য সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, মনে রাখতে হবে, জনগণের জন্য কাজ করা জাতির পিতা আমাদের শিখিয়েছেন। আওয়ামী রীগের রাজনীতি জনগণের উন্নয়ন করার জন্য, জনগণের কল্যাণের জন্য। মানুষের ভাগ্যন্নোয়নই আমাদের একমাত্র লক্ষ্য। দেশে কোনো মানুষ নিঃস্ব, ভূমিহীন থাকবে না, দরিদ্র থাকবে না।

নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনারা যার যার এলাকার নিঃস্ব, ভূমিহীন মানুষের তালিকা তৈরি করেন। আমরা তাদের ঘরবাড়ির ব্যবস্থা করব, জীবন-জীবিকার ব্যবস্থা করব।’

সরকারের পাশাপাশি দরিদ্র অসহায় মানুষের সাহায্যার্থে আওয়ামী লীগের নেতাকর্মী এবং দেশের ধনবানদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

জঙ্গিবাদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা জঙ্গিবাদ কখনো আশ্রয় দিই না, দেব না। ছাত্রদের ওপর শিক্ষকদের খেয়াল রাখতে হবে। মা-বাবাকে সন্তানের খোঁজ রাখতে হবে। কারও ছেলেমেয়ে যেন বিপথে না যায়, এ ব্যাপারগুলো আপনাদের দেখতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী জঙ্গিবাদের বিষয়ে যথষ্টে সজাগ রয়েছে। তারপরও এ বিষয়টি শুধু আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ওপর ছেড়ে দিলে চলবে না। আপনাদেরও খেয়াল রাখতে হবে।’

Show More

আরো সংবাদ...

Back to top button