জেলার সংবাদ

তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার তালা উপজেলার ৫৫টি পরিবারের মাঝে গবাদি পশু, হাঁস-মুরগি পালনের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অর্থ বিতরণ করা হয়।

ইকো’র অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উত্তরণের বাস্তবায়নে পরিবার প্রতি ১৮ হাজার টাকার মধ্যে ৯ হাজার টাকা দেওয়া হয়।

এ লক্ষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।

সভায় বিশেষ অতিথি ছিলেন- সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার সত্যজিত রায়।

এ সময় উত্তরণের প্রজেক্ট অফিসার নাজমা আক্তার, সেভ দ্য চিলড্রেন সেভ দ্য চিলড্রেনএর হিউমেনিটেরিয়ান ট্রেনি দিলসাদ খানম, উত্তরণের পার্থ কুমার দে, সাজ্জাদ হোসেন, শিমুল কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

Show More

আরো সংবাদ...

Back to top button