জাতীয়

দারিদ্র্য নিরসনে প্রধানমন্ত্রীর প্রতিজ্ঞা

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজ থেকে আমাদের একটাই প্রতিজ্ঞা সেটা হলো দেশের একজন মানুষও দরিদ্র থাকবে না। মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে নিয়ে আসার জন্য যা করা দরকার তাই করা হবে।’

সোমবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বক্তব্য রাখার সময় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘হতদরিদ্র মানুষের জন্য আমরা আশ্রায়ণ, গৃহায়ণসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। এসব প্রকল্পের মাধ্যমে আমরা জনগণকে দারিদ্র্যসীমা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করবো।’

সরকারের পাশাপাশি দরিদ্র অসহায় মানুষের সাহায্যার্থে আওয়ামী লীগের নেতাকর্মী এবং দেশের ধনীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘সরকারি কোনো অনুদান ছাড়াই এলাকার স্কুল-কলেজগুলোর সংস্কার করা যায়। আমরা নিজেদের উদ্যোগেই স্কুল-কলেজগুলো সংস্কার করতে পারি।’

উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনেও প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশে দরিদ্রতা শূন্যের কোটায় নিয়ে আসার কথা বলেছেন। একই সঙ্গে নেতাকর্মীদের এলাকায় গিয়ে দরিদ্রদের তালিকা তৈরি করতেও বলেন তিনি।

Show More

আরো সংবাদ...

Back to top button