
জাতীয়
দুর্নীতির দায়ে দুই বিচারক বরখাস্ত
ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
দুর্নীতি ও অসদাচরণের দায়ে দুই বিচারককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা ও দায়রা জজ মো. রুহুল আমিন খোন্দকার এবং খুলনার সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মইনুল হক।
রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার আইন মন্ত্রণালয় থেকে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিষয়টি রাতে নিশ্চিত করেছেন আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ড. রেজাউল করিম।
তিনি বলেন, এই দুই বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: সমকাল।