
রাজনীতি
এড়িয়ে গেলেন সৈয়দ আশরাফ
ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ ছেড়ে দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে বের হওয়ার সময় সাংবাদিকরা তার কাছে দলের সাধারণ সম্পাদকের পদ ছাড়ার বিষয়ে জানতে চান? এছাড়া তাকে প্রশ্ন করা হয় নতুন সাধারণ সম্পাদককে নিয়ে আপনার প্রতিক্রিয়া কি?
জবাবে সৈয়দ আশরাফ শুধু বলেন, সময় হলে এ বিষয়ে পরে কথা বলবো।
অন্যদিকে আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি। মন্ত্রিসভার বৈঠক শেষে সরাসরি তিনি ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ে পূর্বনির্ধারিত সাংবাদিক সম্মেলন যোগ দেওয়ার উদ্দেশে বের হন।