জেলার সংবাদ

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

ঝিনাইদহের উপ-শহর এলাকায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পূজা (১৪) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে লিটু নামের এক বখাটে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত ছাত্রীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ছাত্রী জেলা শহরের জামিলা খাতুন বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী উপশহর পাড়ার বিপুল মজুমদারের মেয়ে।

আহত পূজা জানায়, বাড়ির প্রাচীর টপকে ছাদে উঠে একই পাড়ার ভাড়াটিয়া লিটু তাকে হাত ধরে নিচে নেয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে বখাটে প্রথমে তার গলায় ছুরি চালানোর চেষ্টা করে। ছুরি লক্ষ্যভ্রষ্ট হয়ে মুখমণ্ডলে এবং হাতে আঘাত লাগে।

পূজার ভাই রিপন জানান, গত ৪-৫ মাস ধরে লিটু তার বোনকে উত্যক্ত করে আসছিল। সুযোগ বুঝে সোমবার বিকালে সে ছাদে উঠে ছুরি দিয়ে হত্যার চেষ্টা করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মাসুদুজ্জামান রুমন বলেন, পূজার বাম চোয়ালে ও ডান হাতে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। খত স্থানে সেলাই দেয়া হয়েছে। বর্তমানে সে আশংকামুক্ত।

Show More

আরো সংবাদ...

Back to top button