
রাজনীতি
খালেদাকে মহিলা দলের নতুন কমিটির শুভেচ্ছা
ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি। সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুভেচ্ছা জানান তারা।
এসময় নবগঠিত কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নুরজাহান ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফা, সাধারণ সম্পাদক আমেনা বেগম, দক্ষিণের সভাপতি রাজিয়া আলিম, সাধারণ সম্পাদক শামসুন্নাহার বেগম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্রে প্রতি তিন বছর পর কমিটি দেয়ার কথা থাকলেও পাঁচ বছর পর নতুন কমিটি গঠন করা হয়। এর আগে ১৭ বছর পর মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়েছিল।