
পুড়ে যাওয়া বাড়ি সংস্কারে নিলামে কুমারিত্ব!
ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সিটির সিয়াটলের অধিবাসী ক্যাথরিন স্টোন। হঠাৎ একদিন আগুন ছড়িয়ে পড়ে তার বাড়িতে। স্টোন বুঝ উঠতেই পারেননি কিভাবে এটি নিয়ন্ত্রণ করবেন, ততক্ষণেই সব শেষ।
স্টোনের বাড়ির বীমা করা নেই। আর বাড়ি সংস্কারে নেই পর্যাপ্ত অর্থও। কিভাবে পোড়া বাড়িটি সংস্কার করবেন কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না তিনি।
শেষমেষ নেভাদার একটি পতিতালয় খুঁজে নিলেন ২০ বছরের এই তরুণী এবং নিলামে তুললেন নিজের কুমারিত্ব। পতিতালয়ের মালিক ডেনিস হফ রাজি হয়ে যান। তবে শর্ত জুড়ে দেন নিলামের অর্ধেক অর্থ তিনি পাবেন।
নিলামে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪ লাখ ডলার ডাক ওঠেছে, যা বাংলাদেশী টাকায় ৩ কোটি ১৩ লাখেরও বেশি।
তবে এখন পর্যন্ত এই প্রস্তাব গ্রহণ করেননি স্টোন। তার শর্ত, দরদাতাকেও তার মতো হতে হবে যাতে তারা বিষয়টি উপভোগ করতে পারেন।
অবশ্য কুমারিত্ব নিলামে তুলে সমালোচনার মুখে পড়েছেন স্টোন। তার প্রকৃত উদ্দেশ্য নিয়েও প্রশ্ন ওঠেছে। নিজের প্রতি স্টোনের সম্মান নেই বলেও দাবি সমালোচকদের।
তবে স্টোনের দাবি, তিনি যা করছেন, নিজের পরিবারকে ভালোবাসেন বলেই করছেন। আর নিজের শরীরের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকারও তার রয়েছে। ভবিষ্যতে আইন বিষয়ে পড়ারও ইচ্ছা তার।