আন্তর্জাতিক

কলকাতায় চলন্ত ট্রেনে ধর্ষণ, অভিযুক্ত আটক

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

সুরক্ষিত রেলের কামরায় ঘটল শ্লীলতাহানির ঘটনা৷একটি ষোলো বছরের কিশোরীকে শ্লীলতাহানি করা হয় ট্রেনের কামরার মধ্যেই৷ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মালদহের টাউন স্টেশন চত্বরে৷ঘটনাস্থলে রেল পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়৷
জিআরপি সূত্রে জানা গিয়েছে, কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে রবিবার রাতে কিশোরী ট্রেনে করে মালদহের উদ্দেশ্যে রওনা হয়৷তিনি গৌড় এক্সপ্রেস করেই যাচ্ছিলেন৷হঠাৎই ভোররাতে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা স্টেশন সংলগ্ন এলাকায় তাঁর শ্লীলতাহানি করে ৬০ বছরের একটি ব্যক্তি৷এমনই অভিযোগ করে ছাত্রী৷তাঁর আরও অভিযোগ রাত্রে ঘুমন্ত অবস্থায় তাঁর গায়ে বহুবার হাতও দেয় ওই বৃদ্ধ৷ঘটনার সময় কামরায় রেলের কোনও নিরাপত্তা-কর্মী ছিল না বলেই জানিয়েছে ওই কিশোরী৷
সোমবার সকালে ট্রেনে মালদহ টাউন স্টেশনে এসে ট্রেন পৌঁছলে ওই নাবালিকা ছাত্রীর মা মালদহ জিআরপি তে লিখিত অভিযোগ করে। অভিযোগ পেয়ে রেল পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।
মালদহ জিআরপি জানায়, ধৃত ব্যক্তির নাম আনিসুর রহমান (৬০)৷তার বাড়ি মালদহ জেলার পুরাতন মালদহ থানা এলাকায়। সোমবার ধৃতকে পুলিশ মালদহ জেলা আদালতে পেশ করে।

Show More

আরো সংবাদ...

Back to top button