আন্তর্জাতিক

মাল্টায় বিমান বিধ্বস্তে ফরাসি প্রতিরক্ষা কর্মকর্তাসহ নিহত ৫

ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পর্যবেক্ষণকারী বিমান বিধ্বস্ত হয়ে তিন ফরাসি প্রতিরক্ষা কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন।

বিবিসিতে প্রকাশিত সংবাদে বলা হয়, সোমবার সকালে স্থানীয় সময় সকালে ছোট আকারের বিমানটি ভূমধ্যসাগরের উপর দিয়ে একটি মিশনে যাওয়ার জন্য রওয়ানা হয়েছিল। ঠিক ঐ মুহূর্তে বিমানটির সামনের অংশ সজোরে মাটিতে আঘাত হানে এবং আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগ পর্যন্ত তারা কোনো বিস্ফোরণের শব্দ শুনতে পাননি।

মাল্টা কর্তৃপক্ষ জানায়, মাদক ও মানবপাচার ধরতে ফরাসি অভিযানে অংশ নিচ্ছিল বিমানটি।

বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে নেমেছে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিমান বিধ্বস্ত হওয়ার কারণে মাল্টা বিমানবন্দরের দিনের কিছু ফ্লাইট ব্যাহত হয়। বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু হয়েছে।

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী জ্যাঁ ইভস লে দ্রায়ান নিশ্চিত করেছেন, নিহতদের তিনজন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বাকি দুইজন ঠিকাদার।

Show More

আরো সংবাদ...

Back to top button