
‘সীমান্তে উত্তেজনায় নওয়াজ শরিফ জড়িত’
ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দেশটির ক্ষমতাসীন দলের বিরুদ্ধে তার মৌখিক আক্রমণ অব্যাহত রেখেছেন। সোমবার তিনি বলেছেন, আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনার সঙ্গে নওয়াজ শরিফের সম্পর্ক রয়েছে। নওয়াজ শরিফের ওপর যখন চাপ তৈরি হয়; সেই সময়ে সীমান্তেও উত্তেজনা শুরু হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ‘সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন ইমরান খান। একই সঙ্গে সেনাবাহিনীকে বিচ্ছিন্ন করারও অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।
পিটিআই চেয়ারম্যান বলেছেন, জারব-ই-আজব থেকে বেলুচিস্তান ও করাচি পর্যন্ত এবং পাঞ্জাব থেকে কুখ্যাত ছটু গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পাকিস্তান সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাবেক এই ক্রিকেট তারকা প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ইঙ্গিত করে বলেন, মটু গ্যাংয়ের জন্যও সেনাবাহিনীর প্রয়োজন হতে পারে।
এর আগে রোববার ইমরান খান বলেন, ২ নভেম্বর পিটিআই’র ইসলামাবাদ অচল কর্মসূচির ফলে তৃতীয় কোনো শক্তির আবির্ভাব হলে এর জন্য দায়ী থাকবেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তবে কারা এই তৃতীয় শক্তি সেবিষয়ে কোনো পরিষ্কার তথ্য না দিলেও বলেন, আমরা তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনতে আন্দোলন করছি না।
পিটিআই চেয়ারম্যান অভিযোগ করে বলেন, দুর্নীতি থেকে নিজেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী ভারত-ইসরায়েলের সমর্থন চাচ্ছেন। তিনি দাবি করে বলেন, নওয়াজ শরিফের ওপর যখন চাপ তৈরি হয়; সেই সময়ে সীমান্তেও উত্তেজনা শুরু হয়।
উল্লেখ্য, পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম প্রকাশিত হওয়ার পর থেকে নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে পিটিআই। এ দাবিতে আগামী ২ নভেম্বর ইসলামাবাদ অচল কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
রোববার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নওয়াজ শরিফকে ইঙ্গিত করে পিটিআই প্রধান বলেছেন, যদি গণতন্ত্র লাইনচ্যুত হয় তবে এজন্য একজন ব্যক্তি দায়ী থাকবেন।