
আন্তর্জাতিক
ম্যাসাচুসেটসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ঢাকা, ২৪ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।
সেখানকার পুলিশ জানায়, ম্যাসাচুসেটসের মিডিলবোরোতে ৪৯৫ রুটে ভুল পথে গাড়ি চালানোর সময় একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে পাঁচজন নিহত হন।
দুর্ঘটনা পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। কীভাবে গাড়িটি ভুল পথে চলে দুর্ঘটনার শিকার হলো, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।